দ্য দা ভিঞ্চি কোড 

Home / Book Review / দ্য দা ভিঞ্চি কোড 

বইয়ের নামঃ দ্য দা ভিঞ্চি কোড 
লেখকঃ ড্যান ব্রউন
বই নং৬১৮ 
অনির্বাণ পাঠাগার

গভীর রাতে খুন হন ল্যুভর মিউজিয়ামের কিউরেটর জ্যাক সনিয়ে, মৃত্যুর পূর্বে তিনি কিছু সংকেত লিখে যান নিজের রক্ত দিয়ে ক্যাপ্টেন বেজু ফসের নের্তৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে ঘটনা স্থলে হাজির করা হয় লেকচার দিতে প্যারিসে অবস্থানকারী গুপ্তসংকেত বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডনকে। কিন্তু তার উপস্থিতির পূর্বেই সংকেতের কিছু অংশ মুছে ফেলা হয়। পুলিশের তদন্ত বিভাগের ক্রিপ্টোলজি বিশেষজ্ঞ সোফি নেভু ঘটনা স্থলে উপস্থিত হয়ে রবার্ট ল্যাংডনকে জানায় যে তার দাদু তাকে রবার্ট লাংডনকে খুঁজে বের করার জন্য মৃত্যুর পূর্বে সংকেতের মাধ্যমে বার্তা পাঠিয়েছে। সোফি আরও জানায় যে পুলিশ ল্যাংডনকে খুনি হিসাবে সন্দেহ করছে। শুরু হয় সোফি ল্যাংডনের গুপ্তরহস্য উদ্ধারের অভিযান।এই অভিযানে তাদের সম্মুখীন হতে হয়য় প্রায়োরি অব সাইওন নাইট টেম্পলের মত গুপ্তসঙ্ঘের সাথে যারা প্রায় ২০০০ বছরের পুরানো পৃথিবীর প্রাচীনতম গুপ্তুরহস্যের ধারনকারী, যার সাথে লুকিয়ে আছে যিশুর বংশধরের গোপন দলিল। যা সংরক্ষণ করে আসছে এই দুই গুপ্তসঙ্ঘ পৃথিবীর বিখ্যাত অনেক ব্যক্তি এই সংঘের সাথে জড়িত এবং তারা খুব গোপনীয়তার সাথে যিশুর বংশধরদের রক্ষা করে আসছে এই সংঘের সদস্য ছিলেন লিউনারদো দ্যা ভিঞ্চি, আইজ্যাক নিউটন সহ আরও অনেক জ্ঞানী ব্যক্তি। তারা গোপন বার্তার মাধ্যমে জানিয়ে গেছে যিশুর বংশধররা কোথায় আছে কিন্তু সমস্যা হচ্ছে এই রহস্য লুকিয়ে আছে বিভিন্ন গুপ্তসঙ্কেতের মাঝে পৃথিবীর বিভিন্ন মাধ্যমে এই রহস্য উদ্ধারে দুই গুপ্তসঙ্ঘ প্রায়োরি অব সাইওন নাইট টেম্পলের সদস্যরা এর সাথে যোগ হয় ল্যাংডন সোফি। তাদের এই পুরো অভিযানের সঙ্গী ছিলেন আরেক গুপ্তসংকেত বিশেষজ্ঞ লেই টিবিং।অভিযানে হলি গ্রেইল, ম্যারি মাদ্গালিন (যিশুর স্ত্রী) প্রাচীন রোজলিন চ্যাপেল, আইজ্যাক নিউটনের সমাধি ক্ষেত্র একটি একটি করে রহস্য উন্মোচিত হয় প্রাচীন গুপ্তসঙ্কেতের এবং এইসাথে পরিস্কার হতে থাকে যিশুর বংশধরদের অবস্থান।

কিন্তু এতেই কি রহস্যের সমাধান হবে? এই রহস্য সমাধানে ল্যাংডন সোফি কাজ করছে টিচার নামক একজন গুপ্ত ব্যক্তির নির্দেশে যিনি পেছন থেকে সব কিছু নিয়ন্ত্রন করছে।কে এই টিচার? এই গুপ্ত রহস্য সমাধানে তার আগ্রহের কারণ কি? মাত্র ১২ ঘণ্টা সময়ের এক অনবদ্য ঘটনা।

রহস্য জানতে পড়ে ফেলুন ৪৪৫ পৃষ্ঠার বইটি। আমন্ত্রণ রহস্যের সাগরে

Leave a Comment