চন্দ্রমুখী

Home / Book Review / চন্দ্রমুখী

বইয়ের নামঃ চন্দ্রমুখী
লেখকঃ আশিফ এন্তাজ রবি

বই নং- ১২৬৪
অনির্বাণ পাঠাগার

সমসাময়িক ঘটনাপ্রবাহের উপর লেখা এই বইয়ের চরিত্র ফরিদকে কেন্দ্র করেই গল্পের শুরু । ফরিদ একটি কোম্পানিতে চাকুরি করে তার চাকুরি জীবনের সবচেয়ে কঠিন যে বাঁধাটি অতিক্রম করতে হয় তা হলো ঠিক সময়ে অফিস পৌঁছানো। এই সমস্যা দূর করার জন্য ফরিদ তার মুঠোফোনে ভয়ংকর একটি অ্যালার্ম টোন দিয়ে রাখে, ফরিদের ধারণা এই শব্দে মিসরের মমিরও জেগে উঠবার কথা কিন্তু ফরিদের ঘুমে এই শব্দ তেমন কোন প্রভাব ফেলতে পারে না। এই হচ্ছে কেন্দ্রিয় চরিত্র ফরিদ । তার সাথে মুনার পরিচয় পর্বটি বেশ মজার ফরিদের সাথে মুনার দেখা হয় ফরিদের প্রাক্তন প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে, যেখানে ফরিদ কনে পক্ষের আমন্ত্রিত অতিথি। গল্পের মোড় ঘুরে ঠিক সেই মুহূর্তে যখন ফরিদ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। ফরিদের বাবা থানায় থানায় খোঁজ করে ছেলের সন্ধানে কেউ বলে র‍্যাবের কাছে খোঁজ করুন। ফরিদের বাসার সামনে সাংবাদিকের ভিড় জমে, ইনিয়ে বিনিয়ে খবর বের করার চেষ্টা চলে, পত্রিকায় ফরিদকে নিয়ে এক্সক্লুসিভ নিউজ প্রচার করে, ফরিদের মা বাসায় পীর ডাকে, মানত করে । এই সবই ফরিদকে ফেরত পাওয়ার আশায় । পীর সাহেবের বক্তব্য ফরিদ ফিরবে, মুনার সাথে ফরিদের বিয়ে হবে চার মাস পর। শুরু হয় অপেক্ষা ফরিদের ফিরে আসার অপেক্ষা। ফরিদ ফিরবে কিনা তা জানতে বইটি পড়ে দেখতে পারেন ।

বিঃ দ্রঃ মুনার নাম চন্দ্রমুখী কিন্তু ফরিদের দেয়া। ফরিদের ধারণা মুনা শব্দটি এসেছে মুন থেকে …

Leave a Comment