আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে অনির্বাণ পাঠাগার। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক তিনটি বিভাগে পাঠাগারের অনলাইনে ও সরাসরি ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। পাঠকদের বিষয় ভিত্তিক নির্দিষ্ট তিনটি করে বই পাঠ করে পাঠাগারের অনলাইনে এবং সরাসরি রিভিউ জমা দিতে বলা হয়।
প্রতিযোগীদের রিভিউ ছাড়াও পাঠকৃত বই সমূহের উপর মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। মূল্যায়ন পরীক্ষা এবং রিভিউ মিলিয়ে সেরা ছয় জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনির্বাণ পাঠাগার কর্তৃক আয়োজিত “বইপাঠ প্রতিযোগিতা-২০১৯” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে২২/০২/২০১৯ শুক্রবার পাঠাগার প্রাঙ্গণে এক লেখক পাঠক সমাবেশের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মোঃ আজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকবাল হাফিজ (সাধারন সম্পাদক, দনিয়া সাংস্কৃতিক জোট), মোহাম্মদ আকবর হোসাইন (লেখক, এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট) এবং সভাপতিত্ব করেছেন মোঃ নুরুল আমিন (প্রধান উপদেষ্টা, অনির্বাণ পাঠাগার) ।